ভারতে মৃতের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার পার

ভারতে মৃতের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার পার

ভারতে মৃতের সংখ্যা ৪ লাখ ৪০ হাজার পার

দোর গোড়ায় করোনার তৃতীয় ঢেউ। সংক্রমণ ঠেকাতে প্রায় সব রাজ্যেই জারি কড়া বিধিনিষেধ। তবে এসবের মধ্যেই ঊর্ধ্বমুখী অ্যাকটিভ কেস নতুন করে চিন্তায় ফেলছে। কোভিডে দ্বিতীয় ঢেউ আছড়ে পড়ার পর হাসপাতালের বেড এবং অক্সিজেনের কীভাবে হাহাকার পড়েছিল, তা ভোলেনি দেশ। আর সেই কারণেই নতুন করে অ্যাকটিভ কেসের সংখ্যাটা উদ্বেগ বাড়াচ্ছে।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের দেয়া তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায়  ৪২ হাজার ৬১৮ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় সামান্য কম। সবচেয়ে করুণ পরিস্থিতি কেরালার। এক দিনে সেখানে সংক্রমিত ২৯ হাজারেরও বেশি।

ভারতে মোট আক্রান্তের সংখ্যা বেড়ে হলো ৩ কোটি ২৯ লাখ ৪৫ হাজার ৯০৭। এক দিনে মারণ ভাইরাসে প্রাণ হারিয়েছেন ৩৩০ জন। দেশে এখনো পর্যন্ত করোনা বলি ৪ লাখ ৪০ হাজার ২২৫ জন।

গত ২৪ ঘণ্টায়  করোনা সংক্রমণ কমলেও বাড়ল অ্যাকটিভ কেস। রিপোর্ট বলছে, বর্তমানে  করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৪ লাখ ৫ হাজার ৬৮১ জন। সক্রিয় রোগীর ঊর্ধ্বমুখী গ্রাফই যেন তৃতীয় ঢেউয়েই বার্তা বয়ে আনছে। তবে ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা।

পরিসংখ্যান অনুযায়ী, এখনো পর্যন্ত  ৩ কোটি ২১ লাখ ১ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৬ হাজার ৩৮৫ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। এখনো পর্যন্ত সাড়ে ৬৭ কোটিরও বেশি ভ্যাকসিন দেয়া হয়েছে। যার মধ্যে গতকালই টিকা পেয়েছেন ৫৮ লাখ ৮৫ হাজারের বেশি। তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও।

ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৭ লাখ ৪ হাজার ৯৭০টি নমুনা পরীক্ষা হয়েছে।
সূত্র : সংবাদ প্রতিদিন