টসে হেরে ফিল্ডিং এ বাংলাদেশ

টসে হেরে ফিল্ডিং এ বাংলাদেশ

টসে হেরে ফিল্ডিং এ বাংলাদেশ

 সফরকারি নিউজিল্যান্ডের সাথে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচে টসে হেরে ফিল্ডিং এ বাংলাদেশ।  মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে টসে করতে নেমে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেই নিউজিল্যান্ড অধিনায়ক টম লাথাম।

নিজিল্যান্ডদের বিপক্ষে প্রথমবারের মতো টি-টুয়েন্টি সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মাঠে নামবে রিয়াদবাহিনী ।প্রথম দুই ম্যাচ জিতে ইতোমধ্যে পাঁচ টি-টুয়েন্টি সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে বাংলাদেশ।  আর নিউজিল্যান্ড চাইবে সিরিজে টিকে থাকার জন্য।

প্রথম ম্যাচ ৭ উইকেটে ও দ্বিতীয়টি ৪ রানে জিতে টাইগাররা। প্রথম ম্যাচে বাংলাদেশী বোলিং তোপে নিজেদের সর্ব নিম্ন মাত্র ৬০ রানে গুটিয়ে যায় নিউজিল্যান্ড। তবে দ্বিতীয় ম্যাচে উইকেট ভালো হওয়ায় দারুণ লড়াই করে সফরকারী নিউজিল্যান্ড। কিন্তু  শেষ অবধি ৪ রানে হারে কিউইরা।

টানা দু’ ম্যাচ জিতে পুরো আত্মবিশ্বাসে টাইগার অধিনায়ক মাহমুদুল্লাহ রিয়াদ। অন্য টানা দুই ম্যাচ হারের পরে কিছুটা হতাশাগ্রস্ত্র কিউইয় অধিনায় টম লাথাম।

বাংলাদেশ দল : মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, সৌম্য সরকার, লিটন কুমার দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, আফিফ হোসেন, নাইম শেখ, নুরুল হাসান সোহান, শামিম হোসেন পাটোয়ারী, রুবেল হোসেন, মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফুদ্দিন, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, শেখ মাহেদি হাসান, আমিনুল ইসলাম বিপ্লব ও নাসুম আহমেদ।

নিউজিল্যান্ড দল : টম লাথাম (উইকেটরক্ষক ও অধিনায়ক), ম্যাট হেনরি, হামিশ বেনেট, টম ব্লান্ডেল (উইকেটরক্ষক), ডগ ব্রেসওয়েল, কলিন ডি গ্রান্ডহোম, জ্যাকব ডাফি, স্কট কুগেলেইন, কোল ম্যাককঞ্চি, হেনরি নিকোলস, আজাজ প্যাটেল, রাচিন রবীন্দ্র, বেন সিয়ার্স, ব্লেয়ার টিকনার ও উইল ইয়ং।