সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

সংক্রমণ বাড়লে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি

যে এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই এলাকায় শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। রবিবার সচিবালয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক শেষে একথা জানিয়েছেন তিনি। একইসাথে স্কুল-কলেজ খোলার রোডম্যাপ ঘোষণা করেন শিক্ষামন্ত্রী।

মন্ত্রী বলেন, আগামী ১২ সেপ্টেম্বর থেকে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। তবে স্কুল খোলার পর যেসব এলাকায় করোনা সংক্রমণ বাড়বে সেই সব এলাকার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেয়া পর করোনা পরিস্থিতির ওপর কড়া নজর রাখা হবে। শুরুতে পঞ্চম শ্রেণির শিক্ষার্থী, এ বছরের এসএসসি এবং আগামী বছরের এইচএসসির শিক্ষার্থীদের প্রতিদিন স্কুল-কলেজে নিয়ে আসা হবে। আর অন্য শ্রেণিগুলো সপ্তাহে একদিন আসবে।