৫ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু

৫ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু

৫ ঘণ্টা পর উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ শুরু

দিনাজপুর থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী একটি মালবাহী ট্রেনের ইঞ্জিন ঢাকা-ঈশ্বরদী রেলসড়কের উল্লাপাড়ার মোহনপুর রেলওয়ে স্টেশনে বিকল হয়।

ফলে পাঁচ ঘণ্টা ঢাকার সঙ্গে উত্তর-পশ্চিমাঞ্চলের রেল যোগাযোগ বন্ধ থাকে। সোমবার (০৬ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে রেল যোগাযোগ স্বাভাবিক হয়।

ট্রেনটি আপাতত উল্লাপাড়া স্টেশনের একটি অতিরিক্ত লেনে ট্রেনটি রেখে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে। সান্তাহার স্টেশন থেকে একটি লাইট ইঞ্জিন ইতোমধ্যে উল্লাপাড়ার পথে রয়েছে। সেটি এসে পৌঁছালে মালবাহী ট্রেনটি আবার চট্টগ্রামের উদ্দেশে যাত্রা শুরু করবে।