চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হতে পারে আজ

চিকিৎসক নিয়োগের চূড়ান্ত সুপারিশ হতে পারে আজ

সংগৃহীত

৪২ তম বিসিএসের চূড়ান্ত সুপারিশ আজই করতে যাচ্ছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের মাধ্যমে প্রথমে ২ হাজার পরে আরো দুই হাজারসহ মোট চার হাজার চিকিৎসক নেওয়ার কথা রয়েছে।

সরকারি কর্ম কমিশন (পিএসসি) চেয়ারম্যান মো. সোহরাব হোসাইন গতকাল বুধবার গণমাধ্যমকে জানান, আগামীকাল (আজ) বৃহস্পতিবার পিএসসির বিশেষ সভা অনুষ্ঠিত হবে।

আজ বিশেষ সভায় ৪২ তম বিশেষ বিসিএসের ফলাফল অনুমোদন দেওয়া হবে বলে পিএসসির নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে।

স্বাস্থ্য মন্ত্রণালয় জানায়, ৪২ তম বিসিএস থেকে প্রথমে দুই হাজার চিকিৎসক নিয়োগের কথা থাকলেও সরকারের বিশেষ ক্ষমতায় এখান থেকে আরও দুই হাজার অর্থাৎ মোট ৪ হাজার চিকিৎসক নিয়োগর সিদ্ধান্ত নেওয়া হয়।