কুষ্টিয়ায় শেষ হলো গণটিকা কার্যক্রম

কুষ্টিয়ায় শেষ হলো গণটিকা কার্যক্রম

কুষ্টিয়ায় শেষ হলো গণটিকা কার্যক্রম

সারাদেশের ন্যায় গত ৭ সেপ্টেম্বর করোনা ভাইরাসের ঝুঁকিপূর্ণ জেলা কুষ্টিয়ায় দ্বিতীয় ডোজ ভ্যাকসিন কার্যক্রম সম্পন্ন হলেও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের ইউনিয়ন অফিস অডিটের কারণে ২য় ডোজ ভ্যাকসিন কার্যক্রম স্থগিত থাকে কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নে। পরবর্তীতে ইউনিয়নটিতে আজ ৯ সেপ্টেম্বর গণটিকা প্রদান কার্যক্রমের দিন ধার্য করা হয়।

আজ ৯ই সেপ্টেম্বর বৃহস্পতিবার সকাল থেকে ভেড়ামারা উপজেলার জুনিয়াদহ ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রথম ডোজ গ্রহণকারী ৬শত জনকে করোনার ভ্যাকসিন দেওয়া হয়। ইউনিয়ন কার্যালয়ের চারটি বুথে সকাল থেকে নির্বিঘ্নে  চলে এই টিকাদান কার্যক্রম।

উল্লেখ্য জেলার ৬৪ ইউনিয়ন ও ৫টি পৌরসভার মোট ৯৬ টি কেন্দ্রে করোনার টিকা প্রদান হয়। ১ম ধাপের ন্যায় ২য় ধাপেও পৌরসভার প্রতিটি এবং ইউনিয়নের ১ নাম্বার ওয়ার্ডগুলোতে এই টিকা দেওয়া হয়। ইউনিয়ন পর্যায়ে ৬শ’জনকে এবং পৌরসভার প্রতিটি কেন্দ্রে ২শত জনকে দেয়া হয় এই টিকা। কুষ্টিয়া জেলা সিভিল সার্জন ডাক্তার এইসএম আনোয়ারুল ইসলাম জানান, জেলায় ২য় পর্যায়ে মোট ৪৫হাজার ৬শত  জনকে টিকা দেওয়া হয়।