ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

ইরানের প্রেসিডেন্টের প্রথম বিদেশ সফর

ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি

আগামীকাল বৃহস্পতিবার তাজিকিস্তান যাচ্ছেন ইরানের প্রেসিডেন্ট সাইয়্যেদ ইব্রাহিমি রায়িসি। প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর এটিই তার প্রথম বিদেশ সফর বলে পার্সটুডে এর খবরে জানা গেছে।

তাজিক প্রেসিডেন্ট ইমাম আলী রাহমানের আমন্ত্রণে তিনি সেদেশে যাচ্ছেন। সেখানে তিনি সাংহাই সহযোগিতা সংস্থা বা এসসিও'র শীর্ষ সম্মেলনে যোগ দেবেন।

এছাড়া তিনি এই সম্মেলনে অংশগ্রহণকারী কয়েকজন নেতার সঙ্গে বৈঠক করবেন বলেও কথা রয়েছে। সাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষ সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও অংশ নেবেন।

সম্মেলনের অবকাশে পুতিনের সঙ্গেও রায়িসির বৈঠক হওয়ার সম্ভাবনা রয়েছে। আজ ইরানের প্রেসিডেন্ট ফোনে রুশ প্রেসিডেন্টের সঙ্গে কথা বলেছেন। দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়ে দুই নেতার মধ্যে কথা হয়েছে।

সন্ত্রাসবাদ ও উগ্রতা মোকাবেলা এবং অর্থনৈতিক সহযোগিতা জোরদারের লক্ষ্যে ২০০১ সালে সাংহাই সহযোগিতা সংস্থা গঠিত হয়। ইরান এই সংস্থার পর্যবেক্ষক সদস্য।