ভারতে বেড়েই চলেছে করোন সক্রমণ

ভারতে বেড়েই চলেছে করোন সক্রমণ

ভারতে বেড়েই চলেছে করোন সক্রমণ

ভারত গত ২৪ ঘণ্টায় ৩৫ হাজার ৬৬২ জন করোনা আক্রান্ত হয়েছেন। যা গতকালের তুলনায় ৩.৬৫ শতাংশ বেশি। একই সময় মৃত্যু হয়েছে আরও  ২৮১ জনের।

শনিবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী,এখনও পর্যন্ত দেশটিতে  করোনার মৃত্যু হয়েছে ৪ লক্ষ ৪৪ হাজার ৫২৯ জন।

তথ্য অনুযায়ী বর্তমানে দেশেটিতে  করোনায় চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৩ লক্ষ ৪০ হাজার ৬৩৯ জন। ভাইরাসের বিরুদ্ধে লড়াইয়ের শক্তি জোগাচ্ছেন করোনাজয়ীরা। পরিসংখ্যান অনুযায়ী, এখনও পর্যন্ত ৩ কোটি ২৬ লক্ষ ৩২ হাজার ২২২ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় করোনামুক্ত হয়েছেন ৩৩ হাজার ৭৯৮ জন।

টিকাকরণের গতি বাড়িয়ে সংক্রমণ ঠেকানোর প্রয়াস জারি রয়েছে দেশজুড়ে। শুক্রবারই যেমন টিকাকরণে নয়া ইতিহাস রচনা করল দেশ। একদিনে ভ্যাকসিন পেলেন আড়াই কোটিরও বেশি মানুষ। এর আগে গত জুনে চিনে একদিনে টিকা দেওয়া হয়েছিল ২.৪৭ কোটি মানুষকে। প্রধানমন্ত্রীর জন্মদিনে সেই রেকর্ড ছাপিয়ে গেল ভারত।

তবে টিকাকরণের পাশাপাশি রোগী চিহ্নিত করতে অব্যাহত টেস্টিং প্রক্রিয়াও। ICMR-এর রিপোর্ট বলছে, গতকাল ১৪ লক্ষ ৪৮ হাজার ৮৩৩ টি নমুনা পরীক্ষা হয়েছে।

সূত্র: সংবাদ প্রতিদিন