নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিল নিয়ে যা বললেন গেইল

নিউজিল্যান্ড দলের পাকিস্তান সফর বাতিল নিয়ে যা বললেন গেইল

ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল

নিরাপত্তার কারণ দেখিয়ে গেল সপ্তাহে পাকিস্তান সফর বাতিল করেছে নিউজিল্যান্ড ক্রিকেট দল। নিউজিল্যান্ডের এমন কাণ্ড চোখে পড়েছে ক্রিকেট বিশ্বের। যা নিয়ে চলছে আলোচনা।

সেই আলোচনায় যোগ দিলেন ইউনিভার্স বস ওয়েস্ট ইন্ডিজের ব্যাটসম্যান ক্রিস গেইল। নিরাপত্তা নিয়ে নিউজিল্যান্ডের সফর বাতিলে খুশি হতে পারেননি গেইল। তাই ঘোষণা দিয়েছেন, পাকিস্তানে যাবার।

পাকিস্তান যাওয়া নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে টুইটারে টুইট করেন গেইল। তিনি লিখেন, ‘কালই পাকিস্তান যাচ্ছি, আমার সাথে কে যাবে।’

গেইলের এমন টুইটে মহাখুশি পাকিস্তানের ক্রিকেটভক্তরা। গেইলের টুইটে তাকে ধন্যবাদের ঝড় বইয়ে দিচ্ছেন তারা।

ই-মেইল বার্তায় পাকিস্তানে থাকা জাতীয় দলকে হুমকি দেয়া হয়েছে বলে জানায় নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড (এনজেডসি)। ই-মেইল বার্তায় হুমকি পেয়েই পাকিস্তান সফর বাতিল করে কিউইরা।

এবারের পাকিস্তান সফরে তিন ওয়ানডে ও পাঁচ ম্যাচের টি-টোয়ন্টি সিরিজ খেলার কথা ছিলো কিউইদের। ২০০৩ সালের পর আবারো পাকিস্তানের মাটিতে খেলতে এসেছিলো নিউজিল্যান্ড ক্রিকেট দল।
সূত্র : বাসস