৩ বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী শিশু

৩ বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী শিশু

৩ বছর পর দেশে ফিরেছেন ভারতে পাচার হওয়া ৩৭ বাংলাদেশী শিশু

দালালের মাধ্যমে অবৈধ পথে বিভিন্ন সময় ভারতে যাওয়া ৩৭ জন বাংলাদেশি শিশু বেনাপোল দিয়ে দেশে ফিরেছেন। ৩ বছর পর আজ বিকালে তারা ভারত থেকে ফিরলেন। বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতীয় ইমিগ্রেশন পুলিশ বাংলাদেশ ইমিগ্রেশন পুলিশের কাছে তাদেরকে হস্তান্তর করেন ।

এরা সকলে বাংলাদেশের বিভিন্ন জেলার বাসিন্দা। এদের  বয়স ১২ থেকে ১৮ বছরের মধ্যে।প্রায় তিন বছর আগে কাজের প্রলোভন দেখিয়ে বিভিন্ন সীমান্ত দিয়ে তাদেরকে ভারতে পাচার করা হয়।

বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব জানান, সীমান্ত পথে বিভিন্ন সময়ে ভারতে পাচার হওয়া ৩৭ জন ছেলে ও মেয়ে শিশু ভারত সরকারের দেয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে আজ দেশে ফিরে এসেছেন। ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষ করে পোর্ট থানায় তাদেকে সোর্পদ করা হবে। সেখান থেকে তাদেরকে পরিবারের কাছে ফিরিয়ে দেয়া হবে।