দুই বছর অন্তর ফুটবল বিশ্বকাপের পরিকল্পনায় ফিফা!

দুই বছর অন্তর ফুটবল বিশ্বকাপের পরিকল্পনায় ফিফা!

ফাইল ছবি

দুই বছরের ব্যবধানে ফিফা বিশ্বকাপের আসর নিয়ে আলোচনা তুঙ্গে। পুরুষদের বিশ্বকাপের বর্তমান ক্যালেন্ডার ২০২৪ সালেই শেষ হয়ে যাচ্ছে। তারপর আন্তর্জাতিক ফুটবলে বেশ কয়েকটি পরিবর্তনের দাবিতে সরব অনেকে।

এরইমধ্যে আর্সেনালের প্রাক্তন কোচ আর্সেন ওয়েঙ্গারের নেতৃত্বে ফিফার দু'বছর অন্তর বিশ্বকাপ আয়োজনের প্রস্তাব নিয়ে ব্যাপক বিতর্ক তৈরি হয়েছে। এবার সেই সমস্যা সমাধানের জন্য আলোচনায় বসতে চলেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ামক সংস্থা। 

চলতি মাসের ৩০ তারিখে ফুটবল ফুটবল বিশ্বের প্রথম সারির ক্লাব, লিগ ও প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের সঙ্গে আলোচনায় বসছেন ফিফা কর্মকর্তারা। এমনকি ফিফা তালিকায় থাকা ২১১টি দেশের ফুটবল সংস্থাকেও এই অনলাইন আলোচনা সভায় উপস্থিত থাকতে বলা হয়েছে। তবে সেপ্টেম্বর মাসের শুরুতেই নির্বাচিত কয়েকটি দেশের একদল সমর্থক, প্রাক্তন বিশ্বকাপজয়ী ফুটবলারদের নিয়ে বিশ্বকাপ প্রসঙ্গে আলোচনায় করা হলেও লাভ হয়নি। কারণ একাধিক দেশের ফুটবল সংস্থা এর বিরোধিতা করে।