শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট : পররাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট : পররাষ্ট্রমন্ত্রী

শিগগিরই ঢাকা-নিউইয়র্ক সরাসরি ফ্লাইট : পররাষ্ট্রমন্ত্রী

ঢাকা ও নিউইয়র্কের মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স শিগগিরই সরাসরি ফ্লাইট চালু করবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।২০০৬ সালের জুলাই থেকে এই দুই শহরের মধ্যে সরাসরি ফ্লাইট সেবা বন্ধ রয়েছে।

জাতিসঙ্ঘ সাধারণ পরিষদের ৭৬তম অধিবেশনের ফাঁকে বিভিন্ন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার অংশগ্রহণ নিয়ে সোমবার নিউইয়র্কের হোটেল লোটে প্যালেসে সাংবাদিকদের ব্রিফিংকালে পররাষ্ট্রমন্ত্রী এ আশাবাদ ব্যক্ত করেন।

তিনি বলেন, ‘আমাদের প্রধানমন্ত্রী গত রোববার বিমানের একটি ফ্লাইটে নিউইয়র্কে এসেছেন। এখন আমাদের বিমান এখানে এসেছে। আমাদের প্রত্যাশা হচ্ছে অদূর ভবিষ্যতে এই রুটে বিমানের কার্যক্রম শুরু হবে।’

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের সাথে মার্কিন যুক্তরাষ্ট্র একটি চুক্তি স্বাক্ষর করেছে। এ কারণেই আমরা আশাবাদী যে শিগগিরই ফ্লাইট চালু হবে।’
সূত্র : ইউএনবি