কুষ্টিয়ায় মূসক চালান বিহীন বিপুল পরিমাণ বিড়ি জব্দ

কুষ্টিয়ায় মূসক চালান বিহীন বিপুল পরিমাণ বিড়ি জব্দ

ছবি : প্রতিনিধি

কুষ্টিয়ার ভেড়ামারায় মূসক চালান বিহীন বিপুল পরিমাণ বিড়ি জব্দ করেছে কাস্টমস এক্সাইজ ও ভ্যাট বিভাগ কুষ্টিয়া সার্কেল-২।জানা যায়, বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) সন্ধ্যায়  কুষ্টিয়া সার্কেল-০২ ভেড়ামারা এর রাজস্ব কর্মকর্তাদের নেতৃত্বে  একটি নিবারক দল ভেড়ামারা উপজেলার ১২ মাইল বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

এসময় মটর বিড়ি ও ফাইটার বিড়ি নামীয় বিড়ি উৎপাদনকারী প্রতিষ্ঠানের ১,২০,০০০ শলাকা পুনঃ ব্যবহৃত ব্যান্ডরোল যুক্ত মূসক চালান বিহীন বিড়ি আটক করা হয়। জব্দকৃত এসব পণ্যের মূল্যমান ৮৬,৪০০ টাকা যার বিপরীতে ৩৮,৮৮০ টাকা রাজস্ব জড়িত।

পরবর্তীতে  জব্দকৃত বিড়ি ভেড়ামারা কাস্টমস অফিস এ নিয়ে এসে গোডাউনে জমা করা হয়।  মূসক আইন-২০১২ অনুযায়ী জব্দকৃত পণ্যের ব্যাপারে পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করা হবে।