অফিস না খুলেই মার্কিন প্রতিষ্ঠানের ১০০ কোটি টাকার ব্যবসা

অফিস না খুলেই মার্কিন প্রতিষ্ঠানের ১০০ কোটি টাকার ব্যবসা

অফিস না খুলেই মার্কিন প্রতিষ্ঠানের ১০০ কোটি টাকার ব্যবসা

বাংলাদেশে ব্যবসা করার জন্য অফিস না খুলে শুধু নিবন্ধন নিয়েই ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট ব্যবসা করছে। প্রতিষ্ঠান চারটি গত চার মাসে প্রায় ১০০ কোটি টাকার ব্যবসা করেছে। প্রতিষ্ঠান চারটির ভ্যাট রিটার্নে এ তথ্য জানা গেছে।

চারটি প্রতিষ্ঠান প্রায় ১৭ কোটি টাকার ভ্যাট সরকারি কোষাগারে জমা দিয়েছে। ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফট স্থানীয় এজেন্টের মাধ্যমে রিটার্ন জমা দেয়।

ফেসবুক, গুগল, আমাজন ও মাইক্রোসফটের সেবার ওপর ১৫ শতাংশ হারে ফেসবুক, গুগল ও আমাজনের সঙ্গে এ দেশে নিবিড়ভাবে কাজ করছেন, এমন কর্মকর্তাদের সঙ্গে আলাপ করে জানা গেছে, শুধু ব্যক্তিপর্যায়ে সেবা বেচাকেনার হিসাবের ওপর ভিত্তি করে এসব প্রতিষ্ঠান ভ্যাট পরিশোধ করেছে।