রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রেডিয়েশন মনিটরিং-এ ব্যবহৃত হবে স্পেকট্রোমিটার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রেডিয়েশন মনিটরিং-এ ব্যবহৃত হবে স্পেকট্রোমিটার

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে রেডিয়েশন মনিটরিং-এ ব্যবহৃত হবে স্পেকট্রোমিটার

উৎপাদন লাইন, গবেষণা সুবিধা এবং জনসাধারণের ডোজিমিট্রি নিয়ন্ত্রণের মূল্যায়নের জন্য আয়নাইজিং বিকিরণের মাত্রা পরিমাপ করার জন্য, রূপপুর এনপিপির উভয় ইউনিটের অটোমেটেড রেডিয়শন মনিটরিং সিস্টেমে (এআরএমএস) বিশেষ স্পেকট্রোমিটার ব্যবহার করা হবে।

আরএনপিপি’র শনিবার গণমাধ্যমকে দেয়া এক প্রেসবিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনস্টিটিউট ফর ফিজিক্যাল অ্যান্ড টেকনিক্যাল প্রবলেমস (আইপিটিপি) এই বছরের শেষের দিকে স্পেশালাইজড সায়ন্টিফিক রিসার্চ ইনস্টিটিউট ফর ইন্সট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং (এসএনআইআইপি)-কে ১ সেট স্পেকট্রোমেট্রি সরঞ্জাম তৈরি ও সরবরাহ করবে। রাশিয়ার রুসাটম অটোমেটেড কন্ট্রোল সিস্টেমস এরএসম এর ব্যবস্থাপনায় উভয় প্রতিষ্ঠানই সম্প্রতি এই বিষয়ে একটি চুক্তি স্বাক্ষর করেছে।

চলতি  বছরের শেষ নাগাদ আইপিটিপি স্পেকট্রোমিটারগুলো এসএনআইআইপি-কে হস্তান্তর করবে। এসএনআইআইপি এগুলো স্বয়ংক্রিয় রেডিয়েশন মনিটরিং ব্যবস্থায় এআরমএস সংযোজিত করে ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকে বাংলাদেশ পাঠাবে।

উল্লেখ্য, পারমাণবিক শক্তি শিল্প, যন্ত্র প্রকৌশল, মাইনিং, স্বাস্থ্যসেবা এবং গবেষণাগারে রেডিয়েশন মনিটরিং-এর জন্য বিশ্বে  স্পেকট্রোমিটার বহুলভাবে ব্যবহৃত হচ্ছে।