ভাঙ্গুড়ায় ই-লার্নিং চালু করতে শিক্ষার্থীদের দেওয়া হলো ট্যাব

ভাঙ্গুড়ায় ই-লার্নিং চালু করতে শিক্ষার্থীদের দেওয়া হলো ট্যাব

ভাঙ্গুড়ায় ই-লার্নিং চালু করতে শিক্ষার্থীদের দেওয়া হলো ট্যাব

শিক্ষার্থীদের পড়াশোনায় করোনাকালীন ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ই-লার্নিং কর্মসূচি চালু করতে পাবনার ভাঙ্গুড়া উপজেলার মাধ্যমিক পর্যায়ের ১৫ জন বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীকে ট্যাব ও অসচ্ছল ৩০ জন শিক্ষার্থীকে আর্থিক সহায়তা দেওয়া হয়েছে।

সোমবার (২৭  সেপ্টেম্বর ) আমেরিকা প্রবাসীদের স্বেচ্ছাসেবী সংগঠন 'ভাব-বাংলাদেশ' (ভলেন্টিয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ) এর উদ্যোগে সোমবার দুপুরে উপজেলার জরিনা রহিম বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে এসব ট্যাব ও অর্থ দেয়া হয়।

ট্যাব বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শুভসংঘের ভাঙ্গুড়া উপজেলা শাখার উপদেষ্টা ও  পৌরসভার মেয়র গোলাম হাসনাইন রাসেল। সভাপতিত্ব করেন সংশ্লিষ্ট বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য জাকির হোসেন ছবি।

এ সময় আরো উপস্থিত ছিলেন-উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সাইফুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফারুক হোসেনসহ ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ। অনুষ্ঠানটি পরিচালনা করেন 'ভাব-বাংলাদেশ' এর ডেপুটি ে প্রোগ্রাম ডিরেক্টর এম এ আলীম খান।

উল্লেখ্য, শিক্ষার্থীদের বিতরণ করা ট্যাবে ফেসবুক কিংবা ইউটিউব ব্যবহার করা যাবে না। শিক্ষার্থীদের লেসন প্লান, বিভিন্ন শ্রেণির পাঠ সংশ্লিষ্ট বিষয়ভিত্তিক অডিও ভিডিও দেখা যাবে। এ ছাড়া শিক্ষার্থীরা ট্যাবের মাধ্যমে পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এর আগে সংগঠনটি শুভসংঘের মাধ্যমে দেশের অন্তত: বিশটি জেলায় করোনাকালীন দুর্যোগে অসচ্ছল শিক্ষার্থীদের আর্থিক সহায়তা প্রদান করে।