জয়পুরহাটে জঙ্গীবাদ বিরোধী কর্মশালা

জয়পুরহাটে জঙ্গীবাদ বিরোধী কর্মশালা

ছবি : সংগৃহীত

জয়পুরহাট জেলায় নিরাপদ মাতৃত্ব, বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ বিরোধী ওরিয়েন্টেশন কর্মশালা অনুষ্ঠিত হয়েছে । আজ মঙ্গলবার(২৮ সেপ্টেম্বর) সকালে আক্কেলপুর উপজেলা পরিষদ মিলনায়তনে  এ কর্মশালা অনুষ্ঠিত হয়। 

জেলা তথ্য অফিস আক্কেলপুর উপজেলা প্রশাসনের সহযেগিতায় ’শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক  যোগযোগ কার্যক্রম শীর্ষক প্রকল্পের আওতায় ওই ওরিয়েন্টেশন কর্মশালার আয়োজন করে। ওরিয়েন্টেশন কর্মশালায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মো: শরীফুল ইসলাম। আক্কেলপুর উপজেলা নির্বাহী অফিসার এস এম হাবিবুল হাসান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

জেলা তথ্য অফিসার রুপ কুমার বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠিত ওরিয়েন্টেশন কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন আক্কেলপুর উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম আকন্দ, আক্কেলপুর পৌরসভার মেয়র শহীদুল আলম চৌধুরী, আক্কেলপুর উপজেলা হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডা: রুহুল আমিন, আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ খান প্রমূখ।

ওরিয়েন্টেশন কর্মশালায় করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধ, করোনা টিকা গ্রহণ, নিরাপদ মাতৃত্ব, শিশুকে মাতৃদুগ্ধ দান বিষয়ে সচেতনতা এবং বাল্যবিয়ে, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ প্রতিরোধ বিষয় ছাড়াও শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকারের নানা উন্নয়ন মূলক কার্যক্রম বিশেষ করে ভিশন ২০৪১ তুলে ধরা হয়।   

 

 সূত্র: বাসস