করোনার টিকা নিতে গিয়ে পেলেন জলাতঙ্কের টিকা

করোনার টিকা নিতে গিয়ে পেলেন জলাতঙ্কের টিকা

ফাইল ছবি

হাসপাতালে গিয়েছিলেন কোভিড-১৯ এর ভ্যাকসিন বা টিকা নিতে। কিন্তু ওই ব্যক্তিকে দেয়া হলো জলাতঙ্কের টিকা। এ নিয়ে সংশ্লিষ্ট চিকিৎসক ও নার্সকে বরখাস্ত করেছে কর্তৃপক্ষ।

ঘটনাটি ঘটেছে ভারতের মহারাষ্ট্র রাজ্যের থানে জেলায়। জি নিউজের খবরে বলা হয়, স্থানীয় বাসিন্দা রাজকুমার যাদব গত সোমবার করোনা ভাইরাস ঠেকাতে একটি টিকা নেয়ার জন্য স্থানীয় কালওয়া এলাকার একটি মেডিকেল সেন্টারে উপস্থিত হন।

হাসপাতালে তাকে টিকা দেয়া হয়। পরে তাকে জানানো হয় যে, তাকে জলাতঙ্কের (পাগলা কুকুরের কামড়ে যে রোগ হয়) টিকা দেয়া হয়েছে। মঙ্গলবার থানে মিউনিসিপাল করপোরেশনের (টিএমসি) এক মুখপাত্র সাংবাদিকদের এ তথ্য জানান।

করোনা টিকার পরিবর্তে জলাতঙ্কের টিকা দেয়ায় রাজকুমার যাদব আতঙ্কিত হয়ে পড়েন। টিএমসির ওই কর্মকর্তা বলেন, টিকা গ্রহণের পর ওই ব্যক্তির (রাজকুমার) তেমন কোনো সমস্যা হয়নি।

পরে রাজকুমার কর্তৃপক্ষকে বিষয়টি অবগত করেন। এ প্রেক্ষাপটে মেডিকেল সেন্টারের এক নারী চিকিৎসক ও একজন নার্সকে বরখাস্ত করে কর্তৃপক্ষ।