রাজশাহী মেডিকেলে আরও ৪জনের মৃত্যু

রাজশাহী মেডিকেলে আরও ৪জনের মৃত্যু

রামেক করোনা ইউনিটে আরও ৪ জনের মৃত্যু

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ওয়ার্ডে গেল ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত ও উপসর্গ নিয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। মৃতদের মধ্যে একজনের করোনা পজেটিভ ছিল। অন্য তিনজন উপসর্গ নিয়ে মারা যান।  একদিনের ব্যবধানে মৃত্যু বেড়েছে। আগের দিন দুইজনের মৃত্যু হয়েছিল। 

আজ শনিবার (২অক্টোবর) রামেক হাসপাতালের পরিচালক বিগ্রেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান রামেক হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার থেকে শনিবার সকাল ৮টার মধ্যে মৃত্যু হয়েছে চারজনের। মৃতদের পরিবারকে স্বাস্থ্যবিধি মেনে দাফন করার পরামর্শ দেওয়া হয়েছে।

নতুন রোগী ভর্তি সম্পর্কে তিনি জানান,গত ২৪ ঘণ্টায় করোনা ওয়ার্ডে নতুন রোগী ভর্তি হয়েছেন ২২ জন। এনিয়ে ২৪০ বেডের বিপরীতে মোট ভর্তি রোগী আছেন ১০৩ জন। রাজশাহীতে শনাক্তের হার ৭ দশমিক ৫৩ শতাংশ।