কাতারের আইনসভার ভোটগ্রহণ শুরু

কাতারের আইনসভার ভোটগ্রহণ শুরু

কাতারের আইনসভার ভোটগ্রহণ শুরু

প্রথমবারের মতো আইনসভার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে পারস্য উপসাগরীয় দেশ কাতারে। শনিবার স্থানীয় সময় সকাল ৮টায় নির্বাচনে ভোট গ্রহণ শুরু হয়েছে।

কাতারি আইনসভা মজলিশ আশ-শুরার ৪৫ সদস্যের মধ্যে ৩০ সদস্য নির্বাচনে ভোট দিচ্ছেন ভোটাররা। বাকি ১৫ সদস্যকে পরে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-সানি মনোনয়ন দেবেন।স্থানীয় সময় বিকেল ৬টায় ভোট গ্রহণ শেষ হবে।

কাতারের আইনসভার ৩০টি আসনের জন্য মোট ২৮৪ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে ৩০ জন নারী নির্বাচনে অংশ নিচ্ছেন।বর্তমানে কাতারের স্থানীয় নাগরিকদের সংখ্যা মোট তিন লাখ ৩৩ হাজার। যা দেশটির ২৮ লাখ জনসংখ্যার মাত্র ১০ ভাগ। তবে কাতারের এক নির্বাচনি আইনের কারণে সব কাতারি নাগরিকই ভোট দিতে পারছেন না।

নির্বাচনি আইন অনুসারে, ১৯৩০ সালের আগে থেকে যাদের পরিবার কাতারে বসবাস করছেন, তারাই নির্বাচনে অংশ নিতে পারবেন।নির্বাচনের ফলাফল শনিবারেই প্রকাশের প্রত্যাশা করা হচ্ছে।

সূত্র : আলজাজিরা