ভবানীপুরে ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষ, এগিয়ে মমতা

ভবানীপুরে ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষ, এগিয়ে মমতা

ভবানীপুরে ভোট গণনার তৃতীয় রাউন্ড শেষ, এগিয়ে মমতা

পশ্চিমবঙ্গের ভবানীপুরের উপনির্বাচনে চলছে ভোট গণনা। ইভিএম (ইলেক্ট্রনিক ভোটিং মেশিন) গণনার তৃতীয় রাউন্ড শেষে ৬ হাজার ১৪৬ ভোটের ব্যবধানে এগিয়ে রয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পেয়েছেন ৯ হাজার ৯৭৪টি ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা পেয়েছেন ৩ হাজার ৮২৮।

এছাড়া সিপিএম প্রার্থী শ্রীজীব পেয়েছন ২৫০টি ভোট। মোট ২১ রাউন্ড গণনা শেষে ভোটের ফল ঘোষণা করা হবে।

এর আগে প্রথম রাউন্ড শেষে ২ হাজার ৭৯৯ ভোটে এগিয়ে ছিলেন তিনি। প্রথম রাউন্ডে মমতা পেয়েছেন ৩ হাজার ৬৮০ ভোট। বিজেপি প্রার্থী প্রিয়ঙ্কা টিবরেওয়াল পেয়েছেন ৮৮১ ভোট এবং সিপিএ প্রার্থী শ্রীজীব বিশ্বাস ৮৫টি ভোট।

নির্বাচনের ফল নিয়ে কলকাতার মেয়র ফিরহাদ হাকিম বলছেন, ভবানীপুরের মানুষ আমাদের ফেরাবেন না। বড় ব্যবধানে জিততে চলেছেন মমতা বন্দ্যোপাধ্যায়।

তিনি দাবি করছেন, ৫০ থেকে ৮০ হাজার ভোটের ব্যবধানে জিতবেন মমতা বন্দ্যোপাধ্যায়।

সূত্র : আনন্দবাজার পত্রিকা