বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৮ লাখ ছাড়ালো

বিশ্বজুড়ে করোনায় মৃত্যু ৪৮ লাখ ছাড়ালো

ফাইল ছবি

বিশ্বজুড়ে করোনায় মৃত্যুর সংখ্যা ৪৮ লাখ ছাড়ালো। গত একদিনে বিশ্বে করোনায় মারা গেছেন ৪ হাজার ৫৩৭ জন। এতে মৃতের সংখ্যা পৌঁছেছে ৪৮ লাখ ৬৬ হাজার ৯৫২ জনে। একই সময়ে নতুন করে আক্রান্ত হয়েছেন ২ লাখ ৯৯ হাজার ৩৪১ জন। এ পর্যন্ত আক্রান্ত মোট রোগীর সংখ্যা বেড়ে ২৩ কোটি ৮৬ লাখ ২৩ হাজার ১২ জন।

সোমবার সকালে করোনাভাইরাসে আক্রান্ত, মৃত্যু ও সুস্থতার হিসাব রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারস থেকে সবশেষ এ তথ্য পাওয়া গেছে।

গত একদিনে বিশ্বে করোনায় সবচেয়ে বেশি সংক্রমণ ঘটেছে যুক্তরাজ্যে। সবশেষ একদিনে দৈনিক মৃত্যুতে শীর্ষে রয়েছে রাশিয়া।

তবে গত একদিনে যুক্তরাষ্ট্রে সংক্রমণ অনেকটাই কমেছে। অন্যদিকে করোনায় আক্রান্তের দিক থেকে তৃতীয় ও মৃত্যুর সংখ্যায় তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে লাতিন আমেরিকার দেশ ব্রাজিল।