একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করছে

একটি গোষ্ঠী ধর্মের অপব্যাখ্যা দিয়ে বিভেদ সৃষ্টি করছে

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান

ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান এমপি বলেছেন, সৃষ্টিকর্তার সৃষ্টি সকল মানুষ সমান। সকল ধর্মই কল্যাণের কথা বলে, মানুষের শান্তির বার্তা নিয়ে আসে। সন্ত্রাস-জঙ্গিবাদ কোন ধর্মই সমর্থন করে না। একটি গোষ্ঠী এই ধর্মের অপব্যাখ্যা দিয়ে মানুষের মাঝে বিভেদ সৃষ্টি করছে।

সোমবার ভোলা সদর উপজেলার ব্যাংকের হাট মডেল মসজিদের কনফারেন্স রুমে দিনব্যাপী ধর্মীয় সম্প্রতি ও সচেতনতা মূলক প্রশিক্ষণ কর্মশালায় তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, তারা বর্তমান সরকারের উন্নয়ন অগ্রযাত্রাকে বাধাগ্রস্ত করার পাশাপাশি একটি অস্বস্তিকর পরিবেশ সৃষ্টি করে পাকিস্তানি কায়দায় বাংলাদেশকে অসাম্প্রদায়িক রাষ্ট্র বানাতে চায়। তাই এদের বিরুদ্ধে সকলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান মন্ত্রী।

ভোলা জেলা প্রশাসক মো. তৈফিক ই-লাহী চৌধুরীর সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন পুলিশ সুপার সরকার মোহাম্মদ কায়সার, ধর্ম মন্ত্রণালয়ের "ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা মূলক" প্রকল্পের প্রকল্প পরিচালক আবদুল্লাহ আল শাহিন, জেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি শিবু কর্মকার, শিক্ষক প্রতিনিধি পলি পাল প্রমুখ।