ফিলিপাইনে ঝড়ে ৯ জনের মৃত্যু,নিখোঁজ ১১

ফিলিপাইনে ঝড়ে ৯ জনের মৃত্যু,নিখোঁজ ১১

ছবি : সংগৃহীত

ফিলিপাইনে প্রবল বৃষ্টি, ঝড় ও ভুমিধসের ঘটনায় অন্তত নয় জন মারা গেছে এবং আরো ১১ জন নিখোঁজ রয়েছে।ফিলিপাইন জুড়ে প্রবল বৃষ্টিতে গ্রামগুলো প্লাবিত হয়েছে এবং ভূমিধস শুরু  হয়েছে।কর্তৃপক্ষ মঙ্গলবার এ কথা জানায়।

ক্যাগায়ান প্রদেশের তথ্য কর্মকর্তা রোগেলিও সেন্ডিং জানিয়েছেন, ১১ টি পৌরসভা প্লাবিত হয়েছে। মহাসড়ক ও ব্রিজসমূহ তলিয়ে গেছে।তবে মঙ্গলবার সকাল থেকে পানি কমতে শুরু করেছে বলে তিনি জানান।  গ্রীস্মমন্ডলীয় ভয়াবহ ঝড় কমপাসু সোমবার জনবহুল লুজন দ্বীপে তান্ডব চালায়। এরপর এটি দক্ষিণ চীন সাগরের দিকে ধেয়ে যায়।

ভূমিধসে স্থলবেষ্টিত পার্বত্য প্রদেশ ব্যাংকুয়েটে চার জনের প্রাণহানি ঘটে। ক্যাগায়ানে একজন ডুবে মারা গেছে।
জাতীয় দুর্যোগ সংস্থা এ কথা জানিয়ে বলেছে, লুজনে আরো সাতজন নিখোঁজ রয়েছে।এছাড়া পশ্চিমাঞ্চলীয় পালাওয়ান দ্বীপে তীব্র ঝড়ে চার জন মারা গেছে এবং আরো চার জন নিখোঁজ রয়েছে।

সূত্র: বাসস