শুরু হলো বিশ্বকাপ, টসে জিতে ফিল্ডিংয়ে ওমান

শুরু হলো বিশ্বকাপ, টসে জিতে ফিল্ডিংয়ে ওমান

শুরু হলো বিশ্বকাপ, টসে জিতে ফিল্ডিংয়ে ওমান

আজ থেকে শুরু হলো টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওমানের মাসকাটের আল-আমেরাত স্টেডিয়ামে পাপুয়া নিউগিনি ও ওমানের বিপক্ষে ম্যাচের আগে হয়েছে উদ্বোধনী অনুষ্ঠান।

ম্যাচের টসে ভাগ্য গিয়েছে ওমান অধিনায়ক জিশান মাকসুদের পক্ষে। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক দলের অধিনায়ক। ওমানের আমন্ত্রণে আগে ব্যাটিং করতে নামবে পাপুয়া নিউগিনি।

নিজেদের মাঠে বিশ্বকাপ, উদ্বোধনী ম্যাচের চাপও থাকবে। এমন এক ম্যাচে টসে জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত কেন? উত্তরে ওমান অধিনায়ক জানালেন, উইকেটটা বেশ শুকনো। বেশ কজন রিস্ট স্পিনার আছেন দলে, মরুর গরমে তাদের ভালোভাবে ব্যবহার করার আশাবাদই ব্যক্ত করেছেন তিনি।

পাশাপাশি জানিয়েছেন, সন্ধ্যা ঘনিয়ে এলে আবহাওয়া যতটা ঠাণ্ডা হতে থাকবে, উইকেটটাও সাহায্যের হাত বাড়াবে ব্যাটারদের দিকে। সব মিলিয়েই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানালেন জিশান।

এদিকে পাপুয়া নিউ গিনির অধিনায়ক আসাদ ভালা জানালেন, তার ভাবনাও একই রকম ছিল। এই ম্যাচে টসে জিতলে তিনিও নিতেন বোলিংয়ের সিদ্ধান্তই।

এবারই প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে নেমেছে পিএনজি। অন্যদিকে ২০১৬ সালের আসরেও প্রথম পর্বে সুযোগ পেয়েছিল ওমান। তবে টি-টোয়েন্টি র‍্যাংকিংয়ে ওমানের (১৮) চেয়ে তিন ধাপ ওপারে রয়েছে পিএনজি (১৫)।

টসের সময় পিএনজি অধিনায়ক আসাদ ভালা জানিয়েছেন, তারাও আগে বোলিংয়ের চিন্তাই করেছিলেন। উইকেটের সুবিধা কাজে লাগাতে টস জিতে আগে ফিল্ডিং নিতে দু’বার ভাবেননি ওমান অধিনায়ক।