মন্দির-প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মন্দির-প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

মন্দির-প্রতিমা ভাঙ্গচুরের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন

প্রতিমার পায়ে কুরআন রাখাকে কেন্দ্র করে দেশের বিভিন্ন স্থানে মন্দির ও প্রতিমা ভাঙ্গচুরের ঘটনার প্রতিবাদে ও জড়িতদের শাস্তিত দাবিতে মানববন্ধন করেছেন ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) সনাতন ধর্মাবলম্বী শিক্ষক-শিক্ষার্থীরা। সোমবার (১৮ অক্টোবর) বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে বিশ্ববিদ্যালয় পূজা উদযাপন পরিষদের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে বক্তারা মন্দিরে ও হিন্দুদের বাড়িতে হামলাকারীদের সনাক্ত করে বিচারের দাবি জানান। এ সময় বিভিন্ন স্লোগান সংবলিত প্ল্যাকার্ড নিয়ে প্রায় অর্ধশত শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারী মানববন্ধনে অংশ নেন।

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ব্রজেন দাসের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন বায়োমেডিকেল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার, বাংলা বিভাগের অধ্যাপক ড. গৌতম কুমার দাস, আইসিটি বিভাগের অধ্যাপক ড. পরেশ চন্দ্র বর্ম্মণ, আইন বিভাগের অধ্যাপক ড. শাহজাহান মন্ডল, অধ্যাপক ড. রেবা মন্ডল, ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. ধনঞ্জয় কুমার ও পরিবেশ বিজ্ঞান ও ভূগোল বিভাগের প্রভাষক বিপুল রায়।