কুমিল্লা পুলিশ লাইনসে ইকবাল

কুমিল্লা পুলিশ লাইনসে ইকবাল

কু‌মিল্লার নানুয়া‌দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় আটক যুবক ইকবাল হোসেনকে (৩০) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়েছে

কু‌মিল্লার নানুয়া‌দীঘির পাড়ের অস্থায়ী পূজামণ্ডপে কোরআন রাখার ঘটনায় আটক যুবক ইকবাল হোসেনকে (৩০) কড়া নিরাপত্তার মধ্য দিয়ে জিজ্ঞাসাবাদের জন্য কুমিল্লা পুলিশ লাইনে আনা হয়েছে। শুক্রবার (২২ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে তাকে কুমিল্লা পুলিশ লাইন নিয়ে আসা হয়। সেখানে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে ইকবাল হোসেনকে পু‌লিশ সুপার কার্যালয়ে আনা হবে।

বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশের ডিআইও-১ মনির হোসেন।

তিনি বলেন,নানুয়ার দীঘির পাড়ে পূজামণ্ডপে পবিত্র কোরআন রাখার দায়ে ইকবালকে আটক করা হয়েছে। আশা করছি তাকে জিজ্ঞাসাবাদে ঘটনাসংক্রান্ত গুরুত্বপূর্ণ তথ্য বেরিয়ে আসবে। জিজ্ঞাসাবাদ শেষে এ বিষয়ে আপনাদের জানানো হবে।

গতরাতে কক্সবাজার থেকে ইকবালকে গ্রেফতার করা হয়। শুক্রবার ভোর সাড়ে ৬টায় কক্সবাজার জেলা পুলিশ থেকে তাকে কুমিল্লা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।