রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহতের ঘটনায় আটক ৮

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহতের ঘটনায় আটক ৮

রোহিঙ্গা ক্যাম্পে হামলায় নিহতের ঘটনায় আটক ৮

কক্সবাজারের উখিয়া উপজেলার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পের একটি মাদরাসায় হামলায় ৬ জন শিক্ষক-ছাত্রের  নিহতের ঘটনায় এখন পর্যন্ত আটজনকে আটক করেছে এপিবিএন।

 শুক্রবার রাতে রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তবে এখন পর্যন্ত আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তাদের পরিচয় জানানো হয়নি।

রোহিঙ্গা ক্যাম্পে নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) অধিনায়ক পুলিশ সুপার (এসপি) শিহাব কায়সার এ তথ্য নিশ্চিত করেছেন।

এসপি জানান, এর আগে গতকাল শুক্রবার ভোরে একটি আগ্নেয়াস্ত্র ও গুলিসহ জসিম নামের এক রোহিঙ্গাকে আটক করা হয়। শুক্রবার রাতভর রোহিঙ্গা ক্যাম্পে অভিযান চালানো হয়।

 উল্লেখ্য,শুক্রবার (২২ অক্টোবর) ভোরে উখিয়ার ১৮নং ক্যাম্পের একটি মাদ্রাসায় সন্ত্রাসী হামলা চালায় । এতে মাদ্রাসার শিক্ষক ও ছাত্রসহ ৭ জনের মৃত্যু হয়।