সূচকের বড় উত্থানে কমেছে লেনদেন

সূচকের বড় উত্থানে কমেছে লেনদেন

ফাইল ছবি

গতকাল সোমবার বড় পতন হলেও মঙ্গলবার (২৬ অক্টোবর) বড় উত্থান হয়েছে শেয়ারবাজারে। সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ১২০ পয়েন্ট কমেছিল। ঠিক সেই পরিমাণ সূচকই আজ বেড়েছে। সূচকের সাথে বেড়েছে বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর। তবে টাকার পরিমাণে লেনদেন আগের কার্যদিবস থেকে কমেছে।

আজ মঙ্গলবার ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ১২০.৪৮ পয়েন্ট বা ১.৭৪ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে সাত হাজার ০০৫.৭৮ পয়েন্টে। ডিএসইতে আজ এক হাজার ৩৮৬ কোটি ৯১ লাখ টাকার লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৮৩ কোটি ৫২ লাখ টাকা কম। আগের দিন লেনদেন হয়েছিল এক হাজার ৪৭০ কোটি ৪৩ লাখ টাকার।

ডিএসইতে আজ ৩৭৬টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এসব প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ৩৪০টির বা ৯০.৪২ শতাংশের। শেয়ার দর কমেছে ২২টির বা ৫.৮৫ শতাংশের এবং ১৪টির বা ৩.৭৩ শতাংশের শেয়ার ও ইউনিট দর অপরিবর্তিত রয়েছে।