জান্তা আদালতে প্রথমবারের মতো সু চির সাক্ষ্য

জান্তা আদালতে প্রথমবারের মতো সু চির সাক্ষ্য

মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি

অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত ও গৃহবন্দী মিয়ানমারের গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সু চি প্রথমবারের মতো জান্তা আদালতে সাক্ষ্য দিয়েছেন। বার্তাসংস্থা এএফপির এক প্রতিবেদনে এ তথ্য জানা গেছে।

বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, মঙ্গলবার মিয়ানমারের রাজধানী নেইপিদোতে জান্তা গঠিত বিশেষ আদালতে সাক্ষ্য দেন সুচি।

এএফপিকে এই তথ্য নিশ্চিত করেছে আদালত সূত্র। তবে তিনি কোন মামলায় সাক্ষ্য দিয়েছেন, তা আদালত লিখিত আকারে প্রকাশের আগ পর্যন্ত জানা সম্ভব নয় বলে জানায় সূত্রটি।

গত ১ ফেব্রুয়ারি অভ্যুত্থানের মাধ্যমে মিয়ানমারে ক্ষমতাসীন গণতান্ত্রিক সরকারকে হটিয়ে জাতীয় ক্ষমতা দখল করে দেশটির সামরিক বাহিনী। বন্দী করা হয় গণতন্ত্রপন্থী নেত্রী অং সান সুচি ও তার দল ন্যাশনাল লীগ ফর ডেমোক্র্যাসির (এনএলডি) বিভিন্ন স্তরের কয়েক হাজার নেতাকর্মীকে।