বর্ধিত সভায় আমন্ত্রণ না জানানোয় পাবনায় আ,লীগের ২ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীর মহাসড়কে বিক্ষোভ-সমাবেশ

বর্ধিত সভায় আমন্ত্রণ না জানানোয় পাবনায় আ,লীগের ২ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীর মহাসড়কে বিক্ষোভ-সমাবেশ

বর্ধিত সভায় আমন্ত্রণ না জানানোয় পাবনায় আ,লীগের ২ চেয়ারম্যান মনোনয়ন প্রত্যাশীর মহাসড়কে বিক্ষোভ-সমাবেশ

পাবনা প্রতিনিধি:আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশীদের বর্ধিত সভায় আমন্ত্রণ না জানানোয় দলীয় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা বিক্ষোভ-সমাবেশ করেছে। বুধবার (২৭ অক্টোবর ) ওই বর্ধিত সভা অনুষ্ঠিত হওয়ার আগে পাবনা সদর উপজেলার গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগের এক অংশ দলীয় নেতা কর্মী ও সমর্থকরা ঢাকা-পাবনা মহাসড়কের জালালপুর বাজারে দলীয় নেতা জিন্না মন্ডলের সমর্থনে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেন।

জানাগেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামীলীগ দলীয় প্রার্থীর নামীয় তালিকা সংগ্রহ কমিটির নেতৃবৃন্দকে আমন্ত্রণ জানিয়ে বুধবার গয়েশপুর শহীদ স্মরণীকা উচ্চ বিদ্যালয়ে এক বর্ধিত সভার আয়োজন করা হয়।

দলীয় প্রতীকে চেয়ারম্যান পদে মনোনয়ন প্রত্যাশী জিন্না মন্ডল ও অপর প্রার্থী দেলোয়ার  হোসেন বাদশাকে ওই বর্ধিত সভায় আমন্ত্রণ না করায় গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগের একাংশ নেতা,কর্মী ও সমর্থকরা ক্ষুব্ধ হয়ে সম্মিলিতভাবে কর্মী সমাবেশ করেন।

জালালপুর ক্যাডেট কলেজ সংলগ্ন ঢাকা-পাবনা মহাসড়কের পাশে অনুষ্ঠিত এ সমাবেশে স্থানীয় আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন বাদশা ও সাবেক ছাত্রলীগ নেতা জিন্না মন্ডলের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন গয়েশপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক কালু মন্ডল, গয়েশপুর ৭নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি ফজল মন্ডল, ইউপি সদস্য আবদুর রাজ্জাক রাজ্জাক মন্ডল, মহিলা আওয়ামীলীগ নেত্রী  মাজেদা বেগম, ইউপি ছাত্রলীগ সভাপতি সুজ্জাতুল ইসলাম, সাকাত আলী খান, পেনু মন্ডল।

সমাবেশ শেষে বিক্ষুব্ধ নেতা কর্মীরা জালালপুর বাজার এলাকায় ব্যানারসহ বিক্ষোভ মিছিল বের করে। বিক্ষোভকারীরা বিভিন্ন স্লোগানের মাধ্যমে তাদের পক্ষের প্রার্থীর মনোনয়ন প্রত্যাশা করেন। তারা আওয়ামীগের জেলা নেতৃবৃন্দের দৃষ্টি আকর্ষণ করতে মহাসড়কে ব্যানারসহ অপেক্ষা করতে থাকেন। বিক্ষুব্ধ নেতা-কর্মীরা সাংবাদিকদের কাছে তাদের দলীয় মনোনয়ন প্রত্যাশীদের বর্ধিত সভায় না ডাকায় নামীয় তালিকা সংগ্রহ কমিটির নেতৃবৃন্দকে দোষারোপ করেন।