ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

ফাইজারের আরও ৩৫ লাখ টিকা দিচ্ছে যুক্তরাষ্ট্র

প্রতীকী ছবি

বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ ফাইজারের টিকা উপহার দিচ্ছে যুক্তরাষ্ট্র। গত বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকাস্থ যুক্তরাষ্ট্রের দূতাবাস। দূতাবাস বলছে, এ নিয়ে যুক্তরাষ্ট্র থেকে আসা মোট টিকার সংখ্যা দাঁড়াবে ১ কোটি ৫০ লাখ ডোজ।

বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত আর্ল মিলারকে উদ্ধৃত করে বিজ্ঞপ্তিতে বলা হয়, যুক্তরাষ্ট্র বাংলাদেশকে আরও ৩৫ লাখ ডোজ টিকা অনুদান দিতে পেরে আনন্দিত। এছাড়া আমরা শত শত বাংলাদেশি স্বাস্থ্যকর্মীকে বিশেষ প্রশিক্ষণ দিয়েছি, যাতে তারা ফাইজারের এই টিকাগুলো ১২ ও তার বেশি বয়সী শিশুদের নিরাপদে দিতে পারে।

মিলার বলেন, আমরা আশা করি এই টিকা তরুণ বয়সী বাংলাদেশিদের, বিশেষ করে শিক্ষার্থীদের কভিড-১৯ থেকে সুরক্ষা পেতে সহায়তা করবে এবং তারা পরিপূর্ণভাবে তাদের লেখাপড়া ও সামাজিক কর্মকাণ্ড শুরু করতে পারবে।