ইতালির রোমে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

ইতালির রোমে শুরু হচ্ছে জি-২০ সম্মেলন

ছবি : সংগৃহীত

ইতালির রোমে শুরু হচ্ছে সমৃদ্ধশালী অর্থনীতির দেশগুলোর জোট জি-২০ এর শীর্ষ সম্মেলন। শনিবার থেকে শুরু হওয়া দুই দিনের এই সম্মেলনে যোগ দিতে ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনসহ জোটভুক্ত দেশগুলোর নেতারা রোমে এসে পৌঁছেছেন।

জো বাইডেন ছাড়াও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাকরন সম্মেলনে অংশ নিচ্ছেন। তবে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিং সম্মেলনে ভার্চুয়াল মাধ্যমে সংযোগ হবেন।

অন্যদিকে জাপান, মেক্সিকো ও সৌদি আরবের কোনো প্রতিনিধি সম্মেলনে অংশ নিচ্ছে না।

এদিকে রোমে জি-২০ সম্মেলনের সময় বিভিন্ন প্রতিবাদমূলক বিক্ষোভ আয়োজনের পরিকল্পনা করা হয়েছে।

শুক্রবার রোমে জি-২০ জোটভুক্ত নেতাদের পরিবেশ সংরক্ষণে ব্যবস্থা গ্রহণ ও অন্য বিভিন্ন দাবিতে বিক্ষোভ করা হয়।

রোম থেকে জার্মানিভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম ডয়েচে ভেলের সংবাদদাতা জানান, শনিবার বৃহৎ বিক্ষোভ সমাবেশের প্রস্তুতি হিসেবেই শুক্রবার এই বিক্ষোভের আয়োজন করা হয়।

প্রতি দুই বছর পরপর জি-২০ জোটভুক্ত দেশগুলোর সম্মেলন অনুষ্ঠিত হয়।

সূত্র : ডয়েচে ভেলে