যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের টিকার অনুমোদন

যুক্তরাষ্ট্রে ৫ বছরের শিশুদের টিকার অনুমোদন

ফাইল ছবি-

৫ থেকে ১১ বছরের শিশুদের জন্য ফাইজার-বায়োএনটেক করোনা টিকার অনুমোদন দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের খাদ্য ও ওষুধ প্রশাসন (এফডিএ)। শুক্রবার এফডিএ এ অনুমোদন দিয়েছে। খবর রয়টার্স

খবরে বলা হয়,ফাইজারের টিকার এই অনুমোদনের পর যুক্তরাষ্ট্রের ২ কোটি ৮০ লাখ শিশুকে করোনা টিকার আওতায় আনার বিষয়টি এখন সময়ের ব্যাপার মাত্র।

এর আগে চলতি সপ্তাহেই যুক্তরাষ্ট্রের ৫ বছর থেকে ১১ বছর বয়সী শিশুদের ফাইজারের টিকা দেয়ার সুপারিশ করে এফডিএ বিশেষজ্ঞরা। সংস্থাটির বিশেষজ্ঞ প্যানেল সেসময় জানায়, শিশুদের ক্ষেত্রে ফাইজারের টিকা প্রয়োগে নানাবিধ ঝুঁকি ও পাশ্বপ্রতিক্রিয়ার তুলনায় উপকারিতা বেশি।

মার্কিন প্রশাসনের দেওয়া তথ্য অনুযায়ী, টিকা ছাড়াই অনেক শিশুই স্কুলে গিয়ে ক্লাসও শুরু করে দিয়েছে। সংক্রমণ থেকে বাঁচাতে শিগগিরই এই শিশুদের টিকা দেওয়ার লক্ষ্য সরকারের।