পাবনায় বঙ্গবন্ধু’র আমৃত্যু সহচর জাতীয় চারনেতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় বঙ্গবন্ধু’র আমৃত্যু সহচর জাতীয় চারনেতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

পাবনায় বঙ্গবন্ধু’র আমৃত্যু সহচর জাতীয় চারনেতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত

বঙ্গবন্ধু,র আমৃত্যু বিশ্বস্ত সহচর শহীদ এম মনসুর আলীসহ জাতীয় চারনেতা শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার বিকেলে পাবনা কালাচাঁদ পাড়াস্থ শহীদ ক্যাপ্টেন এম মনসুর আলীর বাসভবন চত্ত্বরে জেলা স্বেচ্ছাসেবক লীগের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।

পাবনা জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আহমেদ শরীফ ডাবলু এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী রুহুল আমীন’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পাবনা জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান মোহাম্মদ রেজাউল রহিম লাল।

এসময় সভায় উপস্থিত ছিলেন প্রকৌশলী তানভির শাকিল জয় এমপি, নাদিরা ইয়াসমিন জলি এমপি, পাবনা জেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা আব্দুর রহিম পাকন, উপদেষ্ঠা লিয়াকত তালুকদার, জেলা আওয়ামী লীগের সাংগাঠনিক সম্পাদক বিজয় ভুষন রায়, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহীন, ভাঙ্গুড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান বাকি বিল্লাহ, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক রকিব হাসান টিপু, বাংলাদেশ স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি ম. আব্দুর রাজ্জাক, সাংগাঠনিক সম্পাদক শাহ আলম মুকুল, প্রকাশনা সম্পাদক মনোয়ারুল ইসলাম মুকুল, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গাফ্ফারী রাসেল, পাবনা সরকারি এডওয়ার্ড কলেজ শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন  প্রমুখ।

সভায় বক্তারা বলেন, ১৫ আগষ্ঠ জাতির পিতা বঙ্গবন্ধুকে সহপরিবারের হত্যা ও ৩ নভেম্বর জেল হত্যা দিবস একই সূত্রে গাঁথা। বঙ্গবন্ধু ও জাতীয় চার নেতা বেঁচে থাকলে বাংলাদেশ অনেক আগেই উন্নত দেশে পরিণত হতো।