বন রক্ষায় বিশ্বের ১০০ দেশের নজিরবিহীন চুক্তি

বন রক্ষায় বিশ্বের ১০০ দেশের নজিরবিহীন চুক্তি

প্রতীকী ছবি

বন রক্ষায় নজিরবিহীন চুক্তি করেছে বিশ্বের ১০০ দেশ। ২০৩০ সালের মধ্যে সংরক্ষিত বনের ক্ষতি এবং জমির ক্ষয় বন্ধ করা প্রতিশ্রুতি দিয়েছে দেশগুলো। এছাড়া এই দেশগুলো বন রক্ষা ও পুনরুদ্ধারের জন্য সরকারী এবং বেসরকারী তহবিলে ১৯ বিলিয়ন ডলার বিনিয়োগ করবে বলে জানিয়েছে। খবর আল জাজিরা'র।

সোমবার রাতে গ্লাসকোতে জলবায়ু সম্মেলনে  ব্রাজিল, রাশিয়া, ইন্দোনেশিয়া এবং কঙ্গো গণতান্ত্রিক প্রজাতন্ত্রের দেশগুলো এক যৌথ বিবৃতির মাধ্যমে এই ঘোষণা দেয়। 

বন ও ভূমি ব্যবহার সংক্রান্ত গ্লাসগো নেতাদের ঘোষণায় মোট ৩৩ মিলিয়ন বর্গকিলোমিটার (১৩ মিলিয়ন বর্গ মাইল) বনাঞ্চলকে কভার করবে, নেতাদের পক্ষে ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে। 
এদিকে এমন যৌথ চুক্তিকে নজিরবিহীন চুক্তি বলে সাধুবাদ দিয়েছেন বৃটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। ব্রিটিশ প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে এক বিবৃতিতে বলা হয়েছে বন ও ভূমি ব্যবহার সংক্রান্ত গ্লাসগো নেতাদের ঘোষণায় মোট ৩৩ মিলিয়ন বর্গকিলোমিটার বনাঞ্চলকে রক্ষা করা সম্ভব হবে।

বন নিয়ে গবেষণা কারী অলাভজনক সংগঠন ওয়ার্ল্ড রিসোর্সেস ইনস্টিটিউট (ডব্লিউআরআই) জানায়, বন কার্বন ডাই অক্সাইড নির্গমনের প্রায় ৩০ শতাংশ শোষণ করে। বন বায়ুমণ্ডললে গ্রীন হাউস গ্যাস  নির্গমনে বাধা দেয় এবং জলবায়ুকে উষ্ণ হতে বাধা দেয়।

ডব্লিউআরআই-এর গ্লোবাল ফরেস্ট ওয়াচ অনুসারে, বিশ্ব ২০২০ সালে  ২ লাখ ৫৮ হাজার বর্গ কিলোমিটার বন হারিয়েছে। যেটি যুক্তরাজ্যের থেকেও আকারে বড়।