‘যেমন কর্ম তেমন ফল’

‘যেমন কর্ম তেমন ফল’

বাবাকে লাথি মেরে জেলখানায় বসে শিক্ষক ছেলে সরকারি চাকরির টাকার বাহাদুরি শেষ।

পাবনা প্রতিনিধি:‘যেমন কর্ম-তেমন ফল’ চিরধার্য্য এই বাক্যটি। বাবাকে লাথি মেরে জেলখানায় বসে শিক্ষক ছেলে সরকারি চাকরির টাকার বাহাদুরি শেষ। পাবনার চাটমোহরে বাবাকে লাথি মেরে কারাগারে থাকা সেই স্কুলশিক্ষক মজনুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। মজনুর রহমান চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন মডেল হাই স্কুলের ভোকেশনাল শাখার ট্র্রেড ইনস্ট্রাক্টর। বাবাকে শিক্ষিত ছেলের লাথি মারার ঘটনা পত্রপত্রিকায় প্রকাশসহ ফেসবুকে ভাইরাল হওয়ায় ওই শিক্ষক ধিক্কার খান। ঘৃণিত ওই শিক্ষককে বিচারের কাঠগড়ায় তোলার দাবি ওঠে। অবশেষে তার সরকারি চাকরি থেকে বরখাস্ত করা হলো।

স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম’র নির্দেশে তাকে সাময়িক বরখাস্ত করা হয়।

অভিযোগ সূত্রে জানা গেছে, জমি লিখে না দেয়ায় ১২ অক্টোবর শিক্ষক মজনুর রহমান তার বাবা  মোঃ আতাউর রহমানকে তার কর্মস্থল মহেলা বাজার ডাকঘরে গিয়ে অকথ্য ভাষায় গালাগাল ও কিলঘুসি মারেন। একপর্যায়ে অফিসের কাগজপত্র তছনছ করে ডাকঘরের মোবাইল ফোনটি ছিনিয়ে নেন। এ সময় বাধা দিলে তিনি তার বাবাকে প্রকাশ্যে কিলঘুসি ও লাথি মারেন। পরে আশপাশের লোকজন এসে শিক্ষক মজনুকে নিবৃত করেন।

আতাউর রহমানকে চাটমোহর স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরদিন মোঃ আতাউর রহমান চাটমোহর থানায় অভিযোগ করলে পুলিশ রাতেই মজনুর রহমানকে আটক করে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠায়। বর্তমানে মজনুর রহমান জেলহাজতে। এদিকে বাবাকে লাথি মারার ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়।

চাটমোহর সরকারি আরসিএন অ্যান্ড বিএসএন হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুস ছালাম জানান, স্কুলের সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ সৈকত ইসলাম এক আদেশে তাকে সাময়িক বরখাস্ত করেছেন।

গত ১৪ অক্টোবর ‘বাবাকে লাথি মারায় শিক্ষক গ্রেপ্তার’ শিরোনামে সংবাদ প্রকাশ হয়েছিল দেশের বিভিন্ন পত্রিকায়। তাই অনেকে বলছেন,‘ যেমন কর্ম- তেমন ফল।’