ভারতের ভাগ্য আফগানিস্তানের হাতে

ভারতের ভাগ্য আফগানিস্তানের হাতে

সংগৃহীত

চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান এবং নিউজিল্যান্ডের বিপক্ষে হারের পর শেষ দুই ম্যাচে ঘুরে দাঁড়িয়ে সেমিফাইনালের আশা বাঁচিয়ে রেখেছে ভারত। তবে রোববার (৭ নভেম্বর) আফগানিস্তান-নিউজিল্যান্ড ম্যাচেই নির্ধারিত হবে পকিস্তানের পর ‘গ্রুপ-২’ থেকে কে যাচ্ছে শেষ চারে।

যদি নিউজিল্যান্ড এ ম্যাচে জিতে যায়, তবে সে ক্ষেত্রে বাকিদের স্বপ্নভঙ্গ করে সরাসরি সেমিফাইনালে চলে যাবে তারা। তবে আফগানিস্তান জিতলে সম্ভাবনার দরজা খুলে যাবে টিম ইন্ডিয়ার। শুধু পরের ম্যাচে নামিবিয়াকে হারাতে পারলেই হবে।

এদিকে আফগান-নিউজিল্যান্ড ম্যাচটি কার্যত নিউজিল্যান্ড বনাম ভারত ম্যাচে রূপ নিয়েছে। কিউইদের বিপক্ষে রশিদ-নবিদের জেতাতে মাঠে নামা ছাড়া সম্ভাব্য সব করছে টিম ইন্ডিয়া। এমনকি আফগান খেলোয়াড়দের সুস্থ করতে নিজেদের ফিজিও দিতেও রাজি তারা।

সম্প্রতি টিম ইন্ডিয়ার স্পিনার অশ্বিনের একটি মন্তব্য বেশ ভাইরাল। তিনি বলেছিলেন, ভারতীয় দলের ভাগ্য এখন আফগানিস্তান, বিশেষ করে মুজিবের ওপর নির্ভর করছে। ভারতীয় অফ স্পিনার তাই নিজেদের দলের ফিজিও দিয়ে হলেও আফগান স্পিনারকে চিকিৎসা করাতে চান। উল্লেখ্য, আফগানিস্তানের অন্যতম সেরা স্পিনার মুজিব ইনজুরির কারণে কয়েকটি ম্যাচে খেলতে পারেননি।

এদিকে ভারতের অলরাউন্ডার রবীন্দ্র জাদেজাকে সংবাদ সম্মেলনে প্রশ্ন করা হয়েছিল, আফগানিস্তান যদি নিউজিল্যান্ডকে হারাতে না পারে, তাহলে কী করবেন? উত্তরে জাদেজা বলেন, তাহলে আমরা আমাদের ব্যাগ গুছিয়ে বাড়ি চলে যাব, আর কি করব!

অন্যদিকে, ম্যাচটি জিততে আফগানিস্তানকে বিভিন্ন কৌশলও শিখিয়ে দিচ্ছেন ভারতের ক্রিকেট বোদ্ধারা। যার বেশকিছু নমুনা দেশটির সংবাদমাধ্যমগুলোতেও উঠে আসছে। এ ছাড়া ভারতীয় সমর্থকরাও আফগানদের জেতাতে প্রার্থনায় ব্যস্ত। সব মিলিয়ে ম্যাচটিতে ভারত দর্শক হিসেবে থাকলেও কার্যত তাদের জন্য বাঁচা-মরার ম্যাচে রূপ নিয়েছে।