ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে : অ্যাটকো সভাপতি

ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে : অ্যাটকো সভাপতি

ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে : অ্যাটকো সভাপতি

বেসরকারী টেলিভিশিন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি ও মাছরাঙা টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক  বীর মুক্তিযোদ্ধা অঞ্জন চৌধুরী পিন্টু বলেছেন, ক্লিন ফিড চালু থাকলে দেশীয় টেলিভিশন লাভবান হবে। ফলে দেশে টেলিভিশন সম্প্রচারে ক্লিন ফিড বাস্তবায়তি হওয়ায় লাভবান হবে দেশের বেসরকারি টেলিভিশন শিল্প। তারা এবং সরকার উভয়েই বিপুল পরিমান রাজস্ব পাবে।

টানা দ্বিতীয়বারের মত বেসরকারী টেলিভিশন মালিকদের সংগঠন অ্যাটকোর সভাপতি পুন:নির্বাচিত হওয়ায়  রোববার দুপুরে শহরের আরমান সেন্টারে পাবনায় র্কমরত সাংবাদিকদের পক্ষ থেকে দেয়া এক সংর্বধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অঞ্জন চৌধুরী আরো বলেন, টেলিভিশন খাতকে এগিয়ে নিতে সেটটপ বক্স প্রদান ও দেশীয় চ্যানেলগুলোকে পে চ্যানেলে রূপান্তর সম্ভব হলে, টেলিভিশন শিল্পের গুণগত পরিবর্তন আসবে। এতে প্রতিষ্ঠানগুলোতে কর্মরতদের চাকরির নিরপত্তাসহ অর্থনৈতিকভাবে সাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি হবে।পরে আনুষ্ঠানিকভাবে তাকে ফুল ও ক্রেষ্ট দিয়ে সংবর্ধিত করা হয়।

এ সময় আরও বক্তব্য রাখেন পাবনা প্রেসক্লাব সভাপতি এবিএম ফজলুর রহমান, পাবনা সংবাদপত্র পরিষদ সভাপতি আব্দুল মতীন খানসহ বিভিন্ন মিডিয়ার প্রতিনিধিবৃন্দ।