সেমিতে কবে কে কার মুখোমুখি হবে?

সেমিতে কবে কে কার মুখোমুখি হবে?

সেমিতে কবে কে কার মুখোমুখি হবে?

টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসরে এরই মধ্যে সেমিফাইনালের চার দল চূড়ান্ত হয়েছে। রোববার নিউজিল্যান্ড-আফগানিস্তানের ম্যাচের ফলাফলে নির্ধারিত হয় সেমির চার দল।

সেমি ফাইনালের চার দল: পাকিস্তান,নিউজিল্যান্ড,ইংল্যান্ড,অস্ট্রেলিয়া।

শেষ চারে নিউজিল্যান্ডের প্রতিপক্ষ ইংল্যান্ড। অন্য দিকে পাকিস্তানের বিরুদ্ধে খেলবে অস্ট্রেলিয়া। আর ভারত গ্রুপ পর্ব থেকেই বিদায় হলো টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর থেকে।

সেমিতে কোন দল কখন কোথায় খেলবে?
নক আউট রাউন্ডে ১০ নভেম্বর প্রথম সেমিফাইনাল আবুধাবিতে রাত ৮টায় অনুষ্ঠিত হবে। সুপার টুয়েলভে গ্রুপ-১ চ্যাম্পিয়ন ইংল্যান্ডের সাথে গ্রুপ-২ রানার্সআপ নিউজিল্যান্ড খেলবে।

পরের দিন ১১ নভেম্বর দ্বিতীয় সেমিফাইনাল দুবাইয়ে রাত ৮টায় শুরু হবে। সুপার টুয়েলভে গ্রুপ-২ চ্যাম্পিয়ন পাকিস্তান এ দিন মুখোমুখি হবে গ্রুপ-১ রানার্সআপ অস্ট্রেলিয়ার সাথে।

ফাইনাল   সেমিতে জয়ী দু’দল ১৪ নভেম্বর দুবাইয়ে রাত ৮টায় মুখোমুখি হবে ।