নেত্রকোনায় নকল বিড়ি জব্দ; দুই ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় নকল বিড়ি জব্দ;  দুই ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় নকল বিড়ি জব্দ

নেত্রকোনার দূর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। সোমবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে অভিযানটি পরিচালনা করেন দূর্গাপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আরিফুর রহমান।

জানা যায়, সোমবার (৮ নভেম্বর) বেলা ১১ টার দিকে দূর্গাপুর উপজেলার কৃষ্ণেরচর বাজারে অভিযান চালানো হয়। এসময় বাজারের ২ ব্যবসায়ীর দোকান হতে ৫২ হাজার শলাকা নকল ব্যান্ডরোল যুক্ত জনি বিড়ি ও হান্নান বিড়ি জব্দ করা হয়।

পরবর্তীতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন এর সংশ্লিষ্ট ধারায় নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে নগদ সাত হাজার টাকা জরিমানা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।

জব্দকৃত মালামাল জন সম্মুখে আগুনে পুরিয়ে ধ্বংস করা হয়। বাজারের সকল দোকানদারকে নকল বিড়ি না রাখার জন্য নির্দেশ দেওয়া হয়।