টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টস হেরে ব্যাটিংয়ে পাকিস্তান

টি টোয়েন্টি বিশ্বকাপে আরেকটি আগুনে ম্যাচের প্রতীক্ষা। দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি অপ্রতিরোধ্য পাকিস্তান ও অস্ট্রেলিয়া। দুবাইয়ে দুই দলের উত্তেজনায় ঠাসা ম্যাচটি শুরু হচ্ছে রাত ৮টায়। ইতোমধ্যে সম্পন্ন হয়েছে টস পর্ব। টস জিতে আগে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন অস্ট্রেলিয়ার অধিনায়ক অ্যারন ফিঞ্চ। তার মানে আগে ব্যাট করতে হচ্ছে পাকিস্তানকে।
চলমান টি-টোয়েন্টি বিশ্বকাপে একমাত্র অজেয় দল পাকিস্তান। সুপার টুয়েলভ পর্বে ভারতকে উড়িয়ে দেয়ার পর বাকি চার ম্যাচেও দারুণ জয় পায় বাবর শিবির। সবার আগে সেমিতে নাম লেখানো দলও পাকিস্তান। সেমিতে জিততে পারলে তৃতীয়বারের মতো টি টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে উঠবে পাক শিবির।

গ্রুপ পর্বে অস্ট্রেলিয়াও খারাপ করেনি। গ্রুপ রানার্স হিসেবে সেমিতে আসলেও দল হিসেবে বেশ স্পিরিট রয়েছে। দলটির একমাত্র হার ইংল্যান্ডের বিরুদ্ধে। ২০১০ বিশ^কাপে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল অস্ট্রেলিয়া। দ্বিতীয়বারের মতো ফাইনালে উঠতে হলে আজ হারাতে হবে পাকিস্তানকে।

পাকিস্তান একাদশ : বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, ফখর জামান, মোহাম্মদ হাফিজ, শোয়েব মালিক, আসিফ আলী, ইমাদ ওয়াসিম, শাদাব খান, হাসান আলী, শাহিন শাহ আফ্রিদি, হ্যারিস রউফ।

অস্ট্রেলিয়া একাদশ : অ্যারন ফিঞ্চ, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মারকুইস স্টয়নিস, ম্যাথু ওয়েড, প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, অ্যাডাম জাম্পা, জশ হ্যাজলউড।