ঈশ্বরদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ৩ জন

ঈশ্বরদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ৩ জন

ঈশ্বরদীতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান হচ্ছেন আ.লীগের ৩ জন

অবশেষে পাবনার ঈশ্বরদী উপজেলার সাত ইউনিয়নের মধ্যে তিন ইউনিয়নে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আ.লীগের তিনজন চেয়ারম্যান হতে চলেছেন। স্থানীয় আ.লীগের সংসদ সদস্যের অনুরোধ ও বহিষ্কারের ভয়ে চেয়ারম্যান পদ থেকে মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন তিন বিদ্রোহী প্রার্থী। ফলে পাকশী, দাশুড়িয়া ও মুলাডুলি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত তিন  চেয়ারম্যান প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হচ্ছেন।

অপরদিকে সলিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী মনোনয়ন প্রত্যাহার করলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে রয়েছেন তিনবারের চেয়ারম্যান আতিয়ার রহমান। এ কারণে সলিমপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় আওয়ামী লীগের প্রার্থীর বিজয়ী হওয়ার সুযোগ নেই।

মনোনয়নপত্র প্রত্যাহারকারীরা হলেন- মুলাডুলি ইউনিয়ন আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি আব্দুর রহমান ফান্টু মন্ডল, সলিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কাদের ও দাশুড়িয়া ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি শামসুল আলম বাদশা মালিথা।

গত বৃহস্পতিবার মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন তারা মনোনয়নপত্র প্রত্যাহার করেন। শনিবার সকালে ঈশ্বরদী উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা মোঃ রেজাউল হক বিষয়টি নিশ্চিত করেন।ঈশ্বরদী উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস ও সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিন্টু বলেন, নৌকার বিরুদ্ধে দলের যেই প্রার্থী হয়েছে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেয়া হবে।

মোঃ রেজাউল হক জানান, আগামী ২৮ নভেম্বর ঈশ্বরদীর ৭ ইউনিয়নে তৃতীয় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হবে। এর মধ্যে তিনটিতে একক প্রার্থী হিসেবে বিনা প্রতিদ্বন্দ্বিতায় তিনজন চেয়ারম্যান নির্বাচিত হতে যাচ্ছেন। তাই ওই তিন ইউনিয়নে চেয়ারম্যান পদে ভোট হবে না। বাকি চারটিতে চেয়ারম্যান পদে ভোট হবে। একই সঙ্গে সাত ইউনিয়নেই মেম্বার পদে ভোট গ্রহণ করা হবে।