যশোর শিক্ষা বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৪৩ পরীক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৪৩ পরীক্ষার্থী

যশোর শিক্ষা বোর্ডে ১ লাখ ৮১ হাজার ৪৩ পরীক্ষার্থী

যশোর প্রতিনিধি:সারা দেশের সাথে এক যোগে যশোর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডেও অধীনে এসএসসি পরীক্ষা শুরু হয়েছে। করোনাকালীন সময়ে যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা হলে শিক্ষার্থীদেরকে হলে প্রবেশ করানো হচ্ছে। এবছর যশোর শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৪৩০ জন শিক্ষার্থী। ২৯১টি কেন্দ্রে তাদের পরীক্ষা চলবে।

এবারের এসএসসি পরীক্ষায় মেয়ে শিক্ষার্থীদের অংশ গ্রহণের হার তুলনামুলক কম। এবছর ৯২ হাজার ৪৪২ জন ছাত্র ও ৮৮ হাজার ৯৯৮জন ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে। মোট শিক্ষা প্রতিষ্ঠান ২ হাজার ৫৩৩টি। গত বছর শিক্ষার্থী ছিলো ১ লক্ষ ৬১ হাজার ৮০৩ জন। সকালে পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করেন জেলা প্রশাসক তমিজুল ইসলাম খান  এবং যশোর বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র।

পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মাধব চন্দ্র রুদ্র বলেন,স্বাস্থ্যবিধি ও সামাজিক দুরত্ব বজায় রেখে পরীক্ষা  হলে শিক্ষার্থীরা প্রবেশ করছে। প্রশ্নপত্র ফাঁস হওয়ার কোন সুযোগ নেই বলে তিনি আরও জানান।

অভিভাবকরা জানান,তাদের সন্তানরা অটো পাশ না করে পরীক্ষায় অংশগ্রহন করে এসএসসির ফলাফল নেবে এটাই অনেক বড় ব্যপার।

শিক্ষার্থীরা জানায়,পরীক্ষার কিছুদিন আগে ক্লাস হওয়াতে তারা লাভবান হয়েছে। যথাযথ স্বাস্থ্যবিধি মেনে পরীক্ষা নেয়া হচ্ছে। তারা পরীক্ষায় অংশগ্রহন করতে পেরে খুশী।