সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

সৌদি নাগরিকত্ব পেলেন কাবার চিফ ক্যালিওগ্রাফার বাংলাদেশী শায়খ মুখতার

বিগত বিশ বছর ধরে কাবার কালো গিলাফে সোনালী হরফে চিত্তাকর্ষক ক্যালিওগ্রাফি অঙ্কন করে আসছেন বাংলাদেশী বংশোদ্ভূত শায়খ মুখতার আলম শিকদার।গত বৃহস্পতিবার সৌদি বাদশাহ সালমান বিন আবদুল আজিজ অনুমোদিত একটি রাজকীয় ফরমান জারি করার পর সৌদি নাগরিকত্ব প্রদান করা ব্যক্তিদের তালিকায় ধর্মীয়, ঐতিহাসিক, সাংস্কৃতিক, চিকিৎসা, বিনিয়োগ এবং প্রযুক্তিগত ক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।

বাংলাদেশী বংশোদ্ভূত মুখতার আলমের নাম রয়েছে তাদের শীর্ষে। তিনি বর্তমানে কাবার গিলাফ তৈরি বিভাগের চিফ ক্যালিওগ্রাফার হিসেবে কর্মরত আছেন এবং মাসজিদুল হারামে অবস্থিত ‘দারুল আরকাম ইনিস্টিটিউট’ এ হস্তলিপির প্রশিক্ষণ দিচ্ছেন।তাছাড়া সৌদিতে তিনি বিভিন্ন সময় হস্তলিপি শেখার কোর্স প্রশিক্ষণ দেন এবং এ বিষয়ে সবচেয়ে প্রসিদ্ধ পুস্তিকাগুলো তার রচিত।

মুখতার আলম শিকদার ১৯৬২ সালে (হিজরি ১৩২৮) মক্কায় জন্মগ্রহণ করেন। এরপর মক্কাতেই কোরআনের হিফয ও প্রাথমিক শিক্ষা সম্পন্ন করেন। তিনি মক্কার উম্মুল কুরা বিশ্ববিদ্যালয়ে ডিপ্লোমা সার্টিফিকেট গ্রহণ ও স্নাতকোত্তর করেন। ক্যালিওগ্রাফির ওপর সার্টিফিকেট অর্জন করেন।বিভিন্ন আন্তর্জাতিক ও জাতীয় হস্তলিপি প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছেন তিনি।শিকদার বাংলাদেশের চট্টগ্রামের মানুষ। তার বাবার নাম মুফিজুর রহমান শিকদার।