নেত্রকোনায় নকল বিডি বিক্রয় ও মজুদের জন্য ৫ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় নকল বিডি বিক্রয় ও মজুদের জন্য ৫ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোনায় নকল বিডি বিক্রয় ও মজুদের জন্য ৫ ব্যবসায়ীকে জরিমানা

নেত্রকোণার পূর্বধলা উপজেলার হিরনপুর বাজারে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের অপরাধে ৫ ব্যাবসায়ীকে নগদ জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। 

আজ বুধবার (১০ নভেম্বর)  ১ টার দিকে সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া উম্মুল বানিন ও রিফাত আরার সমন্বয়ে এ অভিযানটি পরিচালনা করেন।

অভিযানের সময়  বাজারে বিভিন্ন দোকানে থাকা নকল ব্যান্ডরোল যুক্ত প্রায় ৪২০০০ শলাকা কাজল বিড়ি জব্দ করা হয়।  এসময় এসব দোকানে নকল ব্যান্ডরোল যুক্ত বিড়ি বিক্রয় ও মজুদের দায়ে ৫ ব্যাবসায়ীকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী নগদ ৭৫০০ টাকা জরিমানা করে প্রাথমিক ভাবে সতর্ক করা হয়।

ভবিষ্যতে এ বিষয়ে আরো কঠোর শাস্তির ব্যবস্থা গ্রহন করা হবে বলে জানান অভিযানের দায়িত্বে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেট।

প্রসংগত স্থানীয় ভাবে উৎপাদিত কাজল বিড়ি নেত্রকোনা জেলায় পূর্বধলা উপজেলার হিরনপুর বাজার সহ পূর্বধলার বিভিন্ন বাজারে ব্যাপক প্রভাব বিস্তার করছে।