এইচএসসি পরীক্ষা শুরু ২ডিসেম্বর

এইচএসসি পরীক্ষা শুরু ২ডিসেম্বর

ফাইল ছবি

উচ্চমাধ্যমিক পরীক্ষা আগামী ২ ডিসেম্বর থেকে হবে। শিক্ষামন্ত্রী দীপু মনি বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে পরীক্ষার তারিখ ঘোষণা করেন।

শিক্ষামন্ত্রী জানান, ২০২০ সালের তুলনায় ২০২১ সালে মোট পরীক্ষার্থীর সংখ্যা বেড়েছে প্রায় ৩৩ হাজার।

তিনি বলেন, পরীক্ষা শুরুর ৩০ মিনিট পূর্বে শিক্ষার্থীদের অবশ্যই পরীক্ষার হলে প্রবেশ করতে হবে।

"অনিবার্য কারণে কাউকে বিলম্বে প্রবেশের সুযোগ দিলে সেক্ষেত্রে তাদের নাম, রোল নম্বর এবং বিলম্বের কারণ একটি রেজিস্টারে লিপিবদ্ধ করে রাখতে হবে এবং ঐদিন সংশ্লিষ্ট শিক্ষা বোর্ডে প্রতিবেদন পাঠাতে হবে।"

পরীক্ষা হলে ভারপ্রাপ্ত কর্মকর্তা ছাড়া অন্য কেই মোবাইল ফোন কিংবা অন্য কোন ইলেকট্রনিক ডিভাইস নিয়ে প্রবেশ করতে পারবে না।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন এবার এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাস এবং অর্ধেক সময়ে অনুষ্ঠিত হবে।

সংবাদ সম্মেলনে জানানো হয়েছে, এবার ৯টি শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষা দেবেন প্রায় সাড়ে এগারো লাখ। তাদের মধ্যে ছাত্র ৫ লাখ ৬৩ হাজার ১১৩ জন এবং ছাত্রী ৫ লাখ ৭৪ হাজার ৯০৪ জন।

সাধারণ শিক্ষা বোর্ডগুলোতে তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৩০ ডিসেম্বর শেষ হবে। মাদরাসা শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে শেষ হবে ১৯ ডিসেম্বর। কারিগরি শিক্ষা বোর্ডের তত্ত্বীয় পরীক্ষা ২ ডিসেম্বর শুরু হয়ে ৮ ডিসেম্বর শেষ হবে।

কোভিড-১৯ মহামারির কারণে ২০২০ সালের এইচএসসি পরীক্ষা অনুষ্ঠিত হয়নি। পূর্ববর্তী কেন্দ্রীয় পরীক্ষার ফলাফল গড় করে এইচএসসির ফলাফল তৈরি করা হয়