ভারতে ৫৩৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ

ভারতে ৫৩৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ

ভারতে ৫৩৮ দিনে সর্বনিম্ন সংক্রমণ

কড়া কোভিডবিধি, টিকাকরণে জোর, জনসচেতনতার ত্রিফলায় ভারত ক্রমশই করোনা যুদ্ধে এগিয়ে চলেছে। বহুদিন পর ভারতে এক দিনে করোনা সংক্রমণ নেমে এল ১০ হাজার বেশ খানিকটা নিচে।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের সাম্প্রতিকতম পরিসংখ্যান অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ৮ হাজার ৪৮৮। মৃত্যু হয়েছে ২৪৯ জনের। আর এক দিনে মহামারীর কবল থেকে সুস্থ হয়ে উঠেছেন ১২ হাজার ৫১০ জন। কমছে অ্যাকটিভ কেসও।

স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুযায়ী, এই মুহূর্তে ভারতে করোনা অ্যাকটিভ রোগীর সংখ্যা ১ লাখ ১৮ হাজার ৪৪৩ জন। মোট আক্রান্তের ০.৩৪ শতাংশ মাত্র।

২০২০ সালের মার্চ থেকে এটাই সর্বনিম্ন অ্যাকটিভ কেসের রেকর্ড। রোববারও ভারতে দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা ছিল ১০ হাজারের বেশি। তুলনায় সোমবারের পরিসংখ্যান অনেকটাই স্বস্তিদায়ক।
সূত্র : সংবাদ প্রতিদিন