নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

নিউজিল্যান্ড সফরেও থাকছেন না তামিম

বাংলাদেশের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল

জাতীয় দলের ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালকে বেশ কিছুদিন ধরেই আঙুলের চোটটা ভালোই ভোগাচ্ছে । দীর্ঘদিন আছে মাঠে বাইরে। ঘরের মাঠে অস্টেলিয়া সিরিজ, নিউজিল্যান্ড সিরিজ,টি-টোয়েন্টি বিশ্বকাপ এমনি ঘরের মাঠে পাকিস্তানের সাথে চলমান টি-টোয়েন্টি সিরিজও খেলতে পারিনি দেশ সেরা এই ড্যাসিং ওপেনার।  তবে পাকিস্তানের সাথে টেস্ট দিয়ে ফেরার কথা ছিল তামিম ইকবালের কিন্তু আঙ্গুলের ব্যাথাটা বেড়ে যাওয়া টেস্ট ও খেলতে পারছে না তামিম ইকবাল।

তবে এবার ছিটকে গেলেন নিউজিল্যান্ড সিরিজ থেকেও। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী জানান, নিউজিল্যান্ড সফরে তিনি থাকবেন না তামিম। এভারেস্ট প্রিমিয়ার লিগ খেলতে গিয়ে পাওয়া এই চোট থেকে সেরে উঠতে তার লাগবে আরও এক মাসের মতো সময়।

তামিমের ব্যাপারে বিসিবির প্রধান চিকিৎসক দেবাশীষ চৌধুরী বলেছেন, ‘আজ সে লন্ডনে ডাক্তারের সঙ্গে দেখা করেছে। অস্ত্রোপচারের প্রয়োজন নেই বলে জানালেও ডাক্তার ওকে এক মাসের বিশ্রাম দিয়েছে। অর্থাৎ সে নিউজিল্যান্ড সফরেও যেতে পারছে না। ’