ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমিন

ওয়ানডেতে  প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমিন

ওয়ানডেতে প্রথম সেঞ্চুরি উপহার দিলেন শারমিন

ছেলেদের ক্রিকেটে চলছে অচলাবস্থা। এর মধ্যে বিশ্বকাপ বাছাই পর্বে সুখবর দিচ্ছে বাংলাদেশের মেয়েরা। মঙ্গলবার যুক্তরাষ্ট্রের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করছে সালমারা। ইতোমধ্যে দারুণ সেঞ্চুরি করেছেন শারমিন আক্তার সুপ্তা। মেয়েদের ওয়ানডেতে এটাই প্রথম কোনো সেঞ্চুরির ঘটনা।

বাংলাদেশের হয়ে আগের সর্বোচ্চ ইনিংসের রেকর্ড যৌথভাবে ছিল সালমা খাতুন ও রুমানা আহমেদের। ২০১৩ সালে ভারতের বিপক্ষে আহমেদাবাদে অপরাজিত ৭৫ করেন সালমা। পরের ম্যাচে একই প্রতিপক্ষের সাথে একই ভেন্যুতে রুমানাও করেন ৭৫।

শারমিনের নিজের আগের সর্বোচ্চ ছিল ৭৪। ২০১৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে কক্সবাজারে ইনিংসটি খেলেছিলেন ২৫ বছর বয়সী ডানহাতি ব্যাটার। এবার জিম্বাবুয়েতে বিশ্বকাপের বাছাই পর্বে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন অঙ্কের দেখা পেলেন তিনি।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত ১২০ বলে ১০৪ রানে অপরাজিত আছেন বাংলাদেশের এই ওপেনার। ৪৩ ওভারে বাংলাদেশের সংগ্রহ ২ উইকেটে ২৬৮ রান। ৬৩ রানে ব্যাট করছেন ফারজানা হক।বাছাই পর্বের প্রথম ম্যাচে শক্তিশালী পাকিস্তানকে হারিয়েছিল বাংলাদেশ। এবার নবাগত যুক্তরাষ্ট্রকেও হারাবে তারা, তা সহজেই অনুমেয়।